বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
spot_img
Homeমুল পাতাবুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

প্রাইম ডেস্ক »

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নিয়েছেন। রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে নেতাকর্মীদের ভিড়ে গাড়িতে বসেই টিকা নেন তিনি।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। বিকেল সোয়া ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জেড এম জাহিদ বলেন, ‌‘ম্যাডাম বুস্টার ডোজ নিয়েছেন। বুস্টার ডোজ হিসেবে তাকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।’

এই হাসপাতাল থেকেই গত বছরের ১৯ জুলাই কোভিড টিকার প্রথম ডোজ এবং ১৮ অগাস্ট দ্বিতীয় ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। প্রথম দুই ডোজ হিসেবে মডার্নার টিকা নিয়েছিলেন তিনি।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে এক বছর বন্দিজীবন কাটানোর পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে বাড়িতে থাকার মধ্যে ২০২০ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া।

এরপর তিনি আবার অসুস্থ হয়ে গত বছর প্রায় তিন মাস হাসপাতালে ছিলেন। তখন তার লিভার সিরোসিস ধরা পড়ে। চিকিৎসা নিয়ে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।

তারপর টিকা নিতেই প্রথম বের হলেন। বিকালে সাদা রঙের একটি গাড়িতে চড়ে হাসপাতালে যান তিনি। গাড়িতে বসেই তিনি টিকা নেন। খালেদা জিয়ার আসার খবরে বিএনপির নেতা-কর্মীরা ভিড় জমান হাসপাতালে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এ সময় উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়