বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeসংবাদসারাদেশজাতীয় ভোটার দিবস আজ

জাতীয় ভোটার দিবস আজ

প্রাইম ডেস্ক »

জাতীয় ভোটার দিবস আজ বুধবার। চতুর্থবারের মতো এ ‍দিবসটি পালন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের উদ্যোগে সারাদেশে দিবসটি পালিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইসি।
প্রতিবারের ন্যায় এবারো বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম শুরু হবে। র‌্যালি শেষে ইসির পক্ষ থেকে আলোচনা সভা, নতুন ভোটারদের স্মার্টকার্ড বিতরণ ইত্যাদি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, বুধবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালি শুরু হয়ে শেষ হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, বিকেল ৩টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে আলোচনা সভা হবে। এতে সিইসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই কর্মসূচি আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে পালন করা হবে। সব আয়োজন স্থানীয় প্রশাসনের নেতৃত্বে পরিচালিত হবে।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো ভোটার দিবস উদযাপন করা হয় ২০১৯ সালে। ২ মার্চ কেবল ভোটার দিবসই নয়, এদিন হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে ইসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর