শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeখেলাধুলাশেষ চারে চট্টগ্রাম

শেষ চারে চট্টগ্রাম

প্রাইম ডেস্ক »

সেঞ্চুরি ছুঁই ছুঁই এক ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে তুললেন উইল জ্যাকস। ইংলিশ এই ব্যাটারের ৫৭ বলে ৯২ রানের অপরাজিত রানের বিধ্বংসী ইনিংসে সিলেট সানরাইজার্সের ছুঁড়ে দেয়া ১৮৬ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করেছে চট্টগ্রাম। আর তাতে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর শেষ চার নিশ্চিত করেছে চট্টগ্রাম।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা আগ্রাসী শুরু করেন চট্টগ্রামের দুই ওপেনার উইল জ্যাকস ও জাকির হাসান। যদিও এই জুটি বেশীক্ষণ টিকতে পারেনি। ৯ বলে ১৭ রান করে সোহাগ গাজীকে উইকেট দিয়ে ফেরেন জাকির।

রান তাড়ার মিশনে ব্যর্থ হন চট্টগ্রামের নয়া অধিনায়ক আফিফ হোসেনও। ৭ রান করে সোহাগের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। চট্টগ্রামের আশার পালে হাওয়া দেন চ্যাডউইক ওয়ালটন। বোপারার দুর্দান্ত এক থ্রো’তে রানআউট হওয়ার আগে ২৩ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করেন তিনি। এরপর বেনি হাওয়েলকে (৮) বিদায় করে সিলেট শিবিরে পুনরায় সস্তি ফেরান আলাউদ্দিন বাবু।

শেষদিকে ৭ বলে ২১ রানের ক্যামিও খেলে চট্টগ্রামকে পুনরায় ম্যাচে ফেরান শামীম পাটোয়ারি। দলের ব্যাটাররা আসা যাওয়ায় থাকলেও পাঁচ বল হাতে থাকতে জয় নিশ্চিত করেন জ্যাকস। তার ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কার মার।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এর আগে ব্যাটারদের দাপটে লড়াকু সংগ্রহ তোলে সিলেট। দুই ইনফর্ম ওপেনার কলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয় উদ্বোধনী জুটিতেই তোলে ৪১ রান। ইনগ্রাম ১৯ বলে ২৪ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান। তিনে নামা মিজানুর রহমানকে রানের খাতা খোলার আগেই বিদায় করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৪৬ রানে দুই উইকেট পড়া সিলেটকে পুনরায় টেনে তোলেন লেন্ডল সিমন্স ও বিজয়।

তৃতীয় উইকেট জুটিতে এই দুজন তোলেন ৫৪ রান। ২৭ বলে ৪২ রান করা সিমন্সকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মৃত্যুঞ্জয়। একই ওভারে ফিরে যান ২৬ বলে ৩২ রান করা বিজয়ও। তারপর ৮০ রানের জুটি গড়েন রবি বোপারা ও মোসাদ্দেক হোসেন। সিলেট অধিনায়ক বোপারা ২১ বলে দুটি চার ও চারটি ছক্কায় করেন ৪৪ রান। মোসাদ্দেক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২২ বলে ৩৫ রান করে। চট্টগ্রামের হয়ে ৩৭ রান খরচায় তিন উইকেট নেন মৃত্যুঞ্জয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়