শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeখেলাধুলা২ কোটিতে বিক্রি হলেন মুস্তাফিজ

২ কোটিতে বিক্রি হলেন মুস্তাফিজ

প্রাইম ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত তিনটি দলে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এই প্রতিযোগিতার পঞ্চদশ আসরে নতুন আরেক দল পেলেন তিনি। তার নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস।
মুস্তাফিজকে ২ কোটি রুপিতে কিনে নেয় দিল্লি। নিলামে দ্য ফিজের নাম আসার সঙ্গেই বিড করে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর আর কেউ বিড না করায় বলা যায় অনেকটা লড়াই ছাড়াই টাইগার পেসারকে দলে ভেড়ায় দিল্লির দলটি।
পেসারদের ব্যাচে আজ সন্ধ্যায় নিলামে তোলা হয় মুস্তাফিজকে। তার সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব।

সবার মাঝে কেবল উমেশই কোনো দল পাননি। এছাড়া মুস্তাফিজ বাদে বাকিদের নিয়ে রীতিমতো কাড়াকাড়িই পড়ে গিয়েছিল। এর আগে অলরাউন্ডার সেটে সাকিব আল হাসানের নাম ওঠার পরও কেউ তাকে কেনার আগ্রহ দেখায়নি। যে কারণে অবিক্রীত থেকে গেছেন সাকিব।

আসছে মৌসুম নিয়ে আইপিএলের পাঁচ আসরে এ নিয়ে চতুর্থ দলটিতে দলে খেলবেন মুস্তাফিজ। ২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন মুস্তাফিজ। সে মৌসুমে সান রাইজার্স হায়দরাবাদ দলে টেনে নেয় তাকে।

প্রথম আসরেই বাজিমাত করেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন। দলের শিরোপা জয়ে এমন ভূমিকা রেখে তিনি বনে যান আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। পরের মৌসুমেও মুস্তাফিজ ছিলেন হায়দরাবাদেই। তবে সে মৌসুমে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।

২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে টেনেছিল তাকে। সে মৌসুমেও ঠিক আলো কেড়ে নিতে পারেননি তিনি। খেলেছেন ৭ ম্যাচে, পেয়েছেন সাতটি উইকেট। এরপরের বছর নিলামে তাকে আর ধরে রাখেনি মুম্বাই।

চোটের কারণে দুটো মৌসুমে আইপিএলে ছিলেন না তিনি। সেই দুই আসরের পর গেল মৌসুমে আবারও আইপিএলে ফেরেন তিনি। গায়ে চড়ান রাজস্থান রয়্যালসের জার্সি। গেল বছর অবশ্য দলে নিয়মিত মুখই ছিলেন তিনি। ১৪ ম্যাচে তুলে নিয়েছেন ১৪ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়