বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeখেলাধুলাক্রিকেটকে জিতবে বিপিএল শিরোপা?

কে জিতবে বিপিএল শিরোপা?

প্রাইম ডেস্ক »

রাত পোহালেই মাঠে গড়াবে বহুল প্রত্যাশিত বিপিএলের অষ্টম আসরের ফাইনাল। রেকর্ড তৃতীয় শিরোপার লক্ষ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, আর ফরচুন বরিশালের লক্ষ্য প্রথম শিরোপা। কে জিতবে এবারের বিপিএল শিরোপা?

আজ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেলো বিপিএল ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের ফটোসেশন। কিন্তু ফটোসেশনে আসেননি বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলি উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। অন্যদিকে, কুমিল্লার নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েসই ফটোসেশনে অংশ নিয়েছেন।

জানা গেছে, পেটের পীড়ায় ভুগছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই সহ-অধিনায়ক হিসেবেই ফটোসেশনে এসেছিলেন সোহান। তবে ফাইনালে সাকিবের নেতৃত্বেই মাঠে নামতে চায় বরিশাল। আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।

গ্রুপপর্বের দেখায় দুই দলই জয় পেয়েছিল একবার করে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে সাকিবের বরিশালের কাছে ১০ রানে হারে ইমরুল কায়েসের কুমিল্লা। অধিনায়ক হিসেবে বিপিএলের শিরোপা জিতেছেন সাকিব-ইমরুল দুজনেই। তাই এই মঞ্চ তাদের নতুন নয়। কীভাবে ফাইনালে স্নায়ু শীতল রাখতে হয়, তা দুই ক্যাপ্টেনই জানে। ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন, জিতবে সেই, যার নার্ভ থাকবে শক্ত। তার মতে, ফাইনাল হলো স্নায়ুক্ষয়ী খেলার জায়গা। এখানে সেই জয় পায়, যার স্নায়ু খেলার মাঠে শক্ত থাকে বেশি। খেলার মাঠে ভেঙে পড়লে হারতে হবে ম্যাচ।

এবারের বিপিএলের সবচেয়ে তারকাবহুল দুটি দল হলো কুমিল্লা ও বরিশাল। মূলত ভালো মানের বিদেশি ক্রিকেটার এনে টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়েছে এ দুদলই। সেইসঙ্গে দেশীয়দের কম্বিনেশনেও সেরা ছিল এ দুটি দল। সে হিসেবে টুর্নামেন্টের সেরা দুটি দলই উঠেছে শিরোপা মঞ্চে।

ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মঈন আলী, ফাফ ডু প্লেসি, সুনিল নারিনদের মতো ক্রিকেটারেরা বিশ্ব টি-টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ান। এ খেলোয়াড়েরাই এবার কুমিল্লা ও বরিশালের হয়ে মাতাবেন ফাইনাল ম্যাচ।

বরিশাল কোচ সুজন বলেন, ‘কুমিল্লা খুব শক্তিশালী দল। তবে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়েই ফাইনালে ওঠে বরিশাল। এই জয় মানসিকভাবে এগিয়ে রাখবে বরিশালকে। তবে খেলাটা যেহেতু মাঠের, জয় পেতে মাঠের খেলাতেই হারাতে হবে প্রতিপক্ষকে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়