বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeখেলাধুলাবাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্প শুরু ২৫ ফেব্রুয়ারি

বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্প শুরু ২৫ ফেব্রুয়ারি

প্রাইম ডেস্ক »

আলোর মুখ দেখলো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ‘ছায়া দল’ বাংলাদেশ টাইগার্স। ২৩ ক্রিকেটার নিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এ বিশেষ প্রোগ্রাম।
শনিবার বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি জাতীয় দলের আশপাশে ক্রিকেটারদের নিয়ে গঠিত দল নিয়ে ১০ দিনব্যাপী এ প্রথম ক্যাম্প চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে ৭ মার্চ পর্যন্ত। বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে করা হবে এ ক্যাম্প।

সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগজয়ী অধিনায়ক ইমরুল কায়েস কিংবা বিপিএলে বাজিমাত করা তরুণ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণও আছেন এ ক্যাম্পে।

এছাড়া নাহিদুল ইসলাম, সৈকত আলি, জাকির হাসান, মেহেদি হাসান রানাদের মতো সম্ভাবনাময়রাও ডাক পেয়েছেন বাংলাদেশ টাইগার্সে।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড: মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন আলি, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাইম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর