প্রাইম ডেস্ক »
ক্রাইস্টচার্চ টেস্টে এক ইনিংস এবং ২৭৬ রানের বড় জয় তুলে নিলো নিউজিল্যান্ড। ১৮ বছরে এটিই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয় কিউইদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ টেস্ট খেলে মাত্র পঞ্চম জয় দেখল নিউজিল্যান্ড।
এ ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক কিউই পেসার টিম সাউদি। মাত্র ৩৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
হ্যাগলি ওভালে তৃতীয় দিনে সাউদির তোপের মুখে পড়ে মাত্র ৩২ ওভার টিকতে পারলো সফরকারীরা।
প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে গুটিয়ে যাওয়া দল স্বাগতিকদের থেকে ৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুর করে।
৩ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করে ১১১ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে টেম্বা বাভুমার।
ওয়াগনারের বলে আউট হওয়ার আগে ৭৩ বলে ৬ বাউন্ডারিতে ৪৩ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে উইকেটকিপার কাইল ভেরেইনের ব্যাট থেকে, ৩৮ বলে ৩০ রান। এছাড়া দুই অংকের ঘর ছুতে পেরেছেন মাত্র দুজন।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নামতেই হয়নি। প্রথম ইনিংসে হেনরি নিকোলসের ১০৫ আর টম ব্লান্ডেলের ৯৬ রানে ভর করে ৪৮২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
টিম সাউদির দুরন্ত বোলিংয়ের পরও ম্যাচসেরা হয়েছেন ম্যাট হেনরি। প্রথম ইনিংসে মাত্র ২৩ রানে ৭ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও এগার নম্বরে নেমে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন কিউই এই পেসার।