মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপ খেলে কত পাবে বাংলাদেশ?

বিশ্বকাপ খেলে কত পাবে বাংলাদেশ?

প্রাইম ডেস্ক »

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি গত আসরের চেয়ে ৭৫ শতাংশ বৃদ্ধি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিউজিল্যান্ডে ৪ মার্চ শুরু হতে যাওয়া এবারের আসরে প্রাইজমানি দেয়া হবে ৩৫ লাখ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৩০ কোটি ৭ লাখ ৪১ হাজার ৬৬৫ টাকা। ইংল্যান্ডে গত আসরে প্রাইজমানি ছিল ২০ লাখ ডলার। এবার বেড়েছে ১৫ লাখ ডলার।

আগামী ৪ মার্চ থেকে শুরু হয়ে ৩ এপ্রিল শেষ হবে আইসিসি নারী বিশ্বকাপের ১২তম আসর। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১৩ লাখ ২০ হাজার ডলার, যা সর্বশেষ অনুষ্ঠিত ২০১৭ বিশ্বকাপের দ্বিগুণ। ওই আসরে চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছিল ৬ লাখ ৬০ হাজার ডলার, রানার্সআপ দল পেয়েছিল ৩ লাখ ৩০ হাজার ডলার। এবারের রানার্সআপ দলকে দেয়া হবে ৬ লাখ ডলার।

সেমিফাইনালে হেরে যাওয়া দুদলের জন্য থাকছে সমান ৩ লাখ ডলার করে। আর প্রথম রাউন্ডে বাদ পড়া চার দলের জন্য থাকছে ৭০ হাজার ডলার করে পুরস্কার। গত আসরে প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলোর জন্য ছিল ৩০ হাজার ডলার করে।

এর বাইরে প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ২৫ হাজার ডলার করে পাবে দলগুলো। এভাবে প্রথম রাউন্ডের ২৮ ম্যাচে উইনিংস বোনাস হিসেবে দেয়া হবে ৭ লাখ ডলার।

আট দলের অংশগ্রহণে এবারের আসরে গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ অংশগ্রহণকারী দলগুলো নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলেবে। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে দুদল যাবে ফাইনালে। সব মিলিয়ে ৩১টি ম্যাচ হবে বিশ্বকাপে।

তার মানে, বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও নির্ধারিত ৭০ হাজার ডলার পাবে, সঙ্গে থাকছে যত জয় তত ২৫ হাজার ডলার করে প্রাইজমানি পাওয়ার সুযোগ। বাংলাদেশ যদি দুটি ম্যাচে জয় পায়, তাহলে ১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৩ লাখ টাকা) নিয়ে দেশে ফিরবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়