রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeখেলাধুলাক্রিকেটহোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

প্রাইম ডেস্ক »

পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে শ্রীলঙ্কা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। অজিদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা পৌঁছে ১ বল হাতে রেখে। ফলে, পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে রেহাই পায় শানাকাবাহিনী।

রান তাড়া করতে নেমে দলীয় ২৩ রানে ওপেনার পাথুম নিশাঙ্কাকে (১৩) হারায় লঙ্কানরা। কেন রিচার্ডসনের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ দেন এই ব্যাটার। সুবিধা করতে পারেননি তিনে নামা কামিল মিশারাও। ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। ২৪ রানে দুই ব্যাটারকে হারানোর পর ৩০ রানের জুটি গড়েন চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস। আসালাঙ্কা ২০ রান করে সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। এরপর জেনিথ লিয়ানাগে রানআউটের শিকার হন ব্যক্তিগত ৮ রানে।

নয় ওভারে লঙ্কানদের স্কোর যখন ৪ উইকেটে ৭১। তখন কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক দাসুন শানাকা। পঞ্চম উইকেটে ৮৩ রান যোগ করেন তারা। জয় থেকে ১ রান থেকে দূরে থেকে থাকতে আউট হয়ে যান শানাকা। আউট হওয়ার আগে করেন ৩৫ রান আর মেন্ডিস অপরাজিত থাকেন ৫৮ বলে ৬৯ রান করে।

এর আগে, টসে জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে অজিরা। উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ২১ বলে ২৯। এছাড়া জস ইংলিশের ব্যাট থেকে আসে ২৩ রান। লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা ও দুশমান্থা চামিরা ২টি করে উইকেট লাভ করেন।

৫৮ বলে অপরাজিত ৬৯ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হন কুশল মেন্ডিস। সিরিজসেরা হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়