প্রাইম ডেস্ক »
মাঠের লড়াইয়ে শুরুটা মনে রাখার মতো হলো না বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে আশা জাগিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা।
নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শনিবার প্রোটিয়া মেয়েদের বিপক্ষে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে প্রয়াত দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রডনি মার্শ ও শেন ওয়ার্নকে স্মরণ করে দুই দল।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। লরা উলভার্ট, মারিজানে কাপ ও ক্লো ট্রায়নের ব্যাটে এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। জবাবে আশা জাগিয়েও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ৩ বল বাকি থাকতে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন শামীমা সুলতানা ও শারমিন আক্তার। ২০তম ওভারে গিয়ে থামেন শামীমা। এর আগে ৫০ বলে ২ চারে ২৭ রান করেন তিনি।
কিছুক্ষণ পর বিদায় নেন শারমিনও। ৭৭ বলে ৪টি চারে ৩৪ রান করে তিনি ফেরার পর বাংলাদেশের ইনিংস এলোমেলো হয়ে পড়ে। দ্রুত ফিরে যান ফারজানা হক ও মুর্শিদা খাতুন। এরপর হাল ধরেন রুমানা আহমেদ ও অধিনায়ক নিগার।
এই জুটিতে ২৩ রান পায় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে ধস নামানো প্রোটিয়া পেসার আয়াবঙ্গা খাকার শিকারে পরিণত হওয়ার আগে ৩২ বলে ৩টি চারে ২১ রান করেন রুমানা। এক পাশ আগলে খেলে যেতে থাকেন নিগার। সালমা খাতৃন দ্রুতই ফিরলে রিতু মনির সঙ্গে জুটি বাধেন নিগার। এই জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ, ৫৩ রান যোগ করেন দুজন।
কিন্তু দলীয় ১৬৬ রানে রিতু মনি আউট হতেই আবারও ধস। ৩৮ বলে ৩টি চারে ২৭ রান করে বিদায় নেন রিতু। একটু পরই সাজঘরে ফেরেন নিগার। বাংলাদেশ অধিনায়ক ৫৯ বলে ২৯ রান করেন। এরপর দ্রুতই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার খাকা ৩২ রানে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন মাসাবাটা ক্লাস।
এর আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন মারিজানে কাপ। এ ছাড়া উলভার্ট ৪১, লারা গডাল ১২, অধিনায়ক সুনে লিস ২৫, মিগনন ডু প্রিস ১৮ ও ক্লো ট্রায়ন ৩৯ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। ২টি করে উইকেট নেন জাহানারা আল ও রিতু মনি। সালমা ও রুমানা পান একটি করে উইকেট।