প্রাইম ডেস্ক »
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে বাংলাদেশ। এই ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা হক। ১১৫ বলে ৫টি চারে ইনিংসে সেরা ৭১ রান করেন তিনি।
শারমিন আক্তার ৭২ বলে ৬টি চারে ৪৪ ও অধিনায়ক নিগার সুলতানা ৭১ বলে একটি চারে ৪৬ রান করেন। এ ছাড়া শামীমা সুলতানা ১৭, রুমানা আহমেদ ১৬, রিতু মনি ১১ ও সালমা খাতুন ১১ রান করেন।
পাকিস্তানের নাশরা সান্দু সর্বোচ্চ ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ফাতিমা সানা, নিতা দার ও ওমাইমা সোহেল।
২৩৫ রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার নাহিদা খান ও সিদরা আমীন ৯১ রানের জুটি গড়েন। সিদরা আমীন সেঞ্চুরিও তুলে নেন, যদিও তা যথেষ্ট হয়নি। ম্যাচসেরা ফাহিমা খাতুন, রুমানা আহমেদের দারুণ বোলিংয়ে ৯ উইকেটে ২২৫ রানে শেষ হয় তাদের ইনিংস।
১৪০ বলে ৮টি চারে ১০৪ রানের দারুণ ইনিংস খেলেন সিদরা। এ ছাড়া নাহিদা খান ৪৩, অধিনায়ক বাসমাহ মারুফ ৩১, ওমাইমা সোহেল ১০ ও ডায়না বেগ ১২ রান করেন।ফাহিমা ৩টি ও রুমানা ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন জাহানারা আলম ও সালমা খাতুন।