প্রাইম ডেস্ক »
রোববার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।
সেই অবস্থা থেকে ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৬০ এবং মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৮৬ রানের জুটি গড়ে তুলেন আফিফ হোসেন। তার ব্যাটেই সম্মানজনক একটা স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।
কিন্তু কাগিসো রাবাদার করা ৪৬তম ওভারে সেই স্বপ্ন ভেস্তে যায়। সেই ওভারের তৃতীয় ও পঞ্চম বলে আফিফ ও মিরাজকে ক্যাচ তুলতে বাধ্য করেন রাবাদা। তিন বলের ব্যবধানে দুই উইকেট পতনের পর তাসকিন, শরিফুল ও মোস্তাফিজরা শেষ দিকে স্কোর বোর্ডে প্রত্যাশিত রান জমা করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে ইনিংস গুটায় বাংলাদেশ।
রোববার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল। ১২.৪ ওভারে ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেটে তারা ৮৭ বলে ৬০ রানের জুটি গড়েন।
টেস্টের মেজাজে ব্যাটিং করে যাওয়া মাহমুদউল্লাহ হাত খুলে খেলার আগেই স্লিপে ক্যাচ তুলে দেন। ২৭.১ ওভারে দলীয় ৯৪ রানে ফেরেন রিয়াদ। তার আগে ৪৪ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে মাত্র ২৫ রান করার সুযোগ পান তিনি।
রিয়াদ ফিরে গেলেও অনবদ্য ব্যাটিং করে ক্যারিয়ারের ৪২তম ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নেন আফিফ হোসেন। ৭৯ বল মোকাবেলা করে ৭টি চারের সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
দলীয় ৭ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে গোল্ডেন ডাক মারেন সাকিব।
এরপর দলীয় ২৩ রানে ফেরেন আরেক ওপেনার লিটন দাস। ২১ বলে ১৫ রানে ফেরেন তিনি। ১৪ বল খেলে মাত্র ২ রানে ফেরেন ইয়াসির আলী। মুশফিক ফেরেন ৩১ বলে মাত্র ১২ রান করে। ৩৪ রানে টপঅর্ডার চার ব্যাটারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল।