শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeখেলাধুলাবঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ সম্পন্ন

বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ সম্পন্ন

মিশরের ইয়াসিন ও মালয়েশিয়ার ভিনিকাশেনি চ্যাম্পিয়ন

প্রাইম ডেস্ক »

প্রথমবারের মত চট্টগ্রামে আয়োজিত বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশে পুরুষ বিভাগে মিশরের ইয়াসিন ইলসাফি (ওয়ার্ল্ড র‌্যাংকিং ১০৪) ও মহিলা বিভাগে মালয়েশিয়ার বিনি কাশেয়ানি শিরোপা জয় করেছে।

বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড রেকেট ফেডারেশনের আয়োজনে ও এস এ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার ফাইনাল গতকাল বিকেলে চিটাগং ক্লাব স্কোয়াশ কোর্টে সম্পন্ন হয়। এতে পুরুষ বিভাগে ভারতের অভিষেক আগরওয়ালকে পরাজিত করেন মিশরের ইয়াসিন ইলশাফি। মহিলা বিভাগে শ্রীলংকার ফাথউম ইজদিনকে হারিয়ে মালয়েশিয়ার ভিনিকাশেনি চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন।

সন্ধ্যায় সুইমিং পুল প্রাঙ্গনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে এস এ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম, স্কোয়াশ ফেডারেশনের সহ সভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, নির্বাহী সদস্য ইউসুফ আলী মনসুর, চিটাগং ক্লাবের স্কোয়াশ কমিটির মেম্বার ইনচার্জ আজিজুল হাকিম, চিটাগং ক্লাবের সাবেক চেয়ারম্যান ডা. ওমর ফারুক ইউসুফ বক্তব্য রাখেন।

গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইরান, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কুয়েত ও মিশরের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা অংশ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়