শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeখেলাধুলাসাকিব দেশে ফিরছেন কাল

সাকিব দেশে ফিরছেন কাল

নিজস্ব প্রতিবেদন »

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথেই বৃহস্পতিবার দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। ঢাকায় মা, শাশুড়ি, দুই মেয়ে এবং একমাত্র ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিপর্যস্ত পরিবারের পাশে থাকতেই টেস্ট সিরিজের আগে দেশে ফিরছেন সাকিব।

জোহানেসবার্গের দ্বিতীয় ওয়ানডের পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনা চলছে। বিসিবি সাকিবের উপরই সিদ্ধান্ত ছেড়ে দেয়।

সাকিব চাইলে দ্বিতীয় ওয়ানডে শেষে দেশে ফিরতে পারতেন। কিন্তু তিনি সিদ্ধান্ত নেন তৃতীয় ওয়ানডে শেষে দেশে ফেরার।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সেঞ্চুরিয়নে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে জিতলে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাঠে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এই সফরেই প্রথম ম্যাচে ২০ বছর পর আফ্রিকায় প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

৩১ মার্চ থেকে ডারবানে শুরু প্রথম টেস্ট। ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়ানডে সিরিজ শেষে সাকিব দেশে ফিরে আসলে তাকে ছাড়াই টেস্ট সিরিজ খেলতে হবে মুমিনুল হকদের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়