বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeখেলাধুলাতাসকিন ঝড়ে কাঁপছে আফ্রিকা

তাসকিন ঝড়ে কাঁপছে আফ্রিকা

প্রাইম ডেস্ক »

দক্ষিণ আফ্রিকা সফরের সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা। টাইগারদের বোলিং তোপে দিক খুঁজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। দলীয় শতকের আগেই হারিয়েছে ৮ উইকেট।
এ রিপোর্টা লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩১ ওভারে ৮ উইকেটে ১৩২ রান। তাসকিন একাই তুলে নিয়েছে ৫ উইকেট।

বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

মেহেদী হাসান মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। এই অফ স্পিনার নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিলেন বিধ্বংসী ওপেনার কুইন্টন ডি কককে।

মিরাজের আগের বল কাভার দিয়ে চার মারেন ডি কক। পরের বলটা তিনি ওড়াতে চেয়েছিলেন লং অফের ওপর দিয়ে। কিন্তু টাইমিং হয়নি ঠিকমতো। লং অফে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে ঝড় তুলে ফিফটি করা ডি কক এবার ৮ বলে ২ চারে করেন ১২ রান।

ব্যাটে নেমে টিকতে পারলেন না কাইল ভেরেইনা। তাকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেল দ্বিতীয় সাফল্য।

তাসকিনের বলটা যদিও ভালো ছিল না। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করেন ভেরেইনা। বল তার ব্যাটে লেগে ভেঙে দেয় স্টাম্প।

পরপর দুই ওভারে দুই উইকেট পেলেন তাসকিন আহমেদ। এবার তিনি ফিরিয়ে দিলেন ফিফটির সম্ভাবনা জাগানো ইয়েনামান মালানকে।

ডানহাতি পেসারকে একটু বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মালান। অফ স্টাম্পের বাইরে বাড়তি বাউন্স পাওয়া ডেলিভারি তার ব্যাটে ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। ফেরার আগে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৩৯ রান।

টেম্বা বাভুমাকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ৮ উইকেট হারিয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

বাঁহাতি স্পিনারকে বেশ আগেই সুইপ করতে যান ডানহাতি ব্যাটসম্যান। বল আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ১১ বলে করেন ২ রান।

দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম বলেই উইকেট পেলেন শরিফুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দিলেন রাসি ফন ডার ডাসেনকে। বাঁহাতি পেসারের বাড়তি বাউন্স পাওয়া বলটা বুঝতেই পারেননি ডানহাতি ব্যাটসম্যান। ব্যাটের ওপরের কানা ছুঁয়ে জমা পড়ে পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে।

সিরিজে ১-১ সমতা। অঘোষিত ফাইনালে একাদশে পরিবর্তন আনার ঝুঁকি নেয়নি বাংলাদেশ। আগের দুই ওয়ানডের দলের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
তবে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তন। ওয়েন পারনেলের বদলে একাদশে ঢুকেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়