শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেবাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত হস্তক্ষেপ করবে না : দোরাই স্বামী

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত হস্তক্ষেপ করবে না : দোরাই স্বামী

প্রাইম ডেস্ক »

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাই স্বামী, তিনি বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষ রওজায় গিলাফ হস্তান্তরকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নাই।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আমন্ত্রণে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভাণ্ডারির রওজা শরীফে গিলাফ চড়ান। এর আগে তিনি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির সাথে তাঁর বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থল বন্দর চালু হলে দু দেশের অর্থনীতির পরিসর আরো ব্যাপক উন্নতি হবে।

তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপুর্ন সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। ভারতের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন স্বরুপ সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির রওজা শরীফে গিলাফ হস্তান্তর করা হয়েছে। এ সময় ফটিকছড়ির সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি, তরিকত ফেডারেশনের মহাসচিব, তরিকত ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়