প্রাইম ডেস্ক »
নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ১০ জনের তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির পাঁচ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর তারা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বঙ্গভবন থেকে বেরিয়ে অনুসন্ধান কমিটির (সার্চ কমিটি) সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছে আমরা ১০ জনের নাম দিয়েছি। সেখান থেকে পাঁচজনের নির্বাচন কমিশন গঠন করে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে। রাষ্ট্রপতি নামগুলো পর্যালোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব পাঁচজনের নাম ঘোষণা করবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
আজ প্রজ্ঞাপন জারি হবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি নামগুলো দেখে পাঁচজনকে নির্ধারণ করবেন। আজ না হলেও শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি হবে। এর আগে, গত মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নিজেদের সপ্তম বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন এই সার্চ কমিটি।
বিদায়ী সিইসি ও কমিশনারের পাঁচটি পদ শূন্য হওয়ায় প্রতিটি পদের জন্য দুইজনের নাম চূড়ান্ত করা হয়েছে। এখান থেকেই রাষ্ট্রপতি পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করবেন। নতুন নির্বাচন কমিশনই দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করবে।
গত ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকের পর নিবন্ধিত রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সার্চ কমিটির কয়েক দফার বৈঠকে তিন শতাধিক নাম আসে। শেষ পর্যন্ত ১০ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি। দায়িত্ব নেয়ার সপ্তদশ দিনে নতুন সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবের জন্য ১০টি নাম চূড়ান্ত করে সার্চ কমিটি। গত দুইবার সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হলেও, এবার তা হয়েছে আইনের মধ্য দিয়ে।
দায়িত্ব নেয়ার পর নতুন সার্চ কমিটি নামের প্রস্তাব আহ্বান করে, বৈঠকে বসে বিশিষ্টজনদের সঙ্গে। ৩২২টি নাম জমা পড়ার পর ধীরে ধীরে তা কমানো হয়। ১৯ ফেব্রুয়ারি প্রাথমিকভাবে ২০ জনের তালিকা করে সার্চ কমিটি। সেখান থেকেই ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়।