প্রাইম ডেস্ক »
ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। এরই মধ্যে কিয়েভ মাত্র ১৫ থেকে ২০ মাইল দূরে আন্তোনভ বিমানবন্দর দখল করে নিয়েছে রুশ সেনারা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই কিয়েভ অভিমুখে অভিযান শুরু করে রাশিয়া। খবর বিবিসি
এদিকে দখল হওয়া স্থান থেকে সিএনএন সরাসরি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, আজ ভোরবেলা হেলিকপ্টার করে এসে প্যারাট্রুপাররা এ স্থানটির নিয়ন্ত্রণ নেয়। আন্তোনভ বিমানবন্দর দখল করার পর ইউনিটের কমান্ডার সিএনএনকে জানায়, সকালে ভয়াবহ লড়াই করে এটি দখল করে তারা। দখলের পর বিমানবন্দরটি ফিরে পেতে ইউক্রেনের সেনাবাহিনী আবারও পাল্টা আক্রমণ চালায়।
বর্তমানে প্যারাট্রুপরা রাশিয়ার সামরিক বাহিনীর জন্য অপেক্ষা করছে। আর এসব বাহিনী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে। প্যারাট্রুপরা সেখানে একটি ঘাঁটি স্থাপনের পর কিয়েভে পুরোদমে হামলা চালাতে পারে বলেও শঙ্কার কথা জানিয়েছে সিএনএন।
সেনা অভিযান শুরুর পর ইউক্রেনের বিভিন্ন শহরে এখন পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। দেশটির ৭৪টি সামরিক স্থাপনা ও ১১ টি বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনারা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।
গত সোমবার রাতে সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে পূর্ব ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বীকৃতি অনুযায়ী অঞ্চল দুটিকে দোনেতস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক হিসেবে উল্লেখ করেন তিনি। এর পরপরই এ দুই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে নিজ দেশের সেনা মোতায়েনের নির্দেশ দেন পুতিন। এরপর আজ বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলেও সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের এ ঘোষণার পর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ শুরু হয়েছে। যা এখনো অব্যাহত রয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।