শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeটপ নিউজইউক্রেন লড়াই চালিয়ে যাবে

ইউক্রেন লড়াই চালিয়ে যাবে

প্রাইম ডেস্ক »

ইউক্রেনের সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর ভুয়া। এটি বিশ্বাস না করার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার সকালে তার কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমর্পণ করছে না।

দেশটির সেনাবাহিনী আত্মসমর্পণ করছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানানোর পর থেকেই এমন খবর ছড়িয়েছে। তবে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি।

তিনি বলেন, আমি এখানে, আমরা অস্ত্র নামিয়ে রাখবো না। দেশকে রক্ষা করবো সবাই। এছাড়া দেশ ছাড়ার খবরও নাকচ করে দেন তিনি।

এর আগে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, এই রাতে শত্রুরা কঠোর অমানবিক উপায়ে আমাদের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য সব রকমের শক্তি প্রয়োগ করে যাবে। রাতে একটি ঝড় তোলার চেষ্টা করবে রুশ বাহিনী।

এই প্রতিবেদন লেখার সময়ও ইউক্রেনের রাজধানীর আশপাশে তখন তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর মধ্যে। অনেক হতাতেরও খবর পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়