প্রাইম ডেস্ক »
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ইউক্রেনে অস্ত্র পাঠানোর জার্মানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে জার্মানির দীর্ঘদিনের নীতি ছিল, তারা যুদ্ধক্ষেত্রে জার্মানির তৈরি সমরাস্ত্র পাঠাবে না।
বার্লিন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শুধু তাই না তৃতীয় কোনো দেশের জার্মানির তৈরি সমরাস্ত্র ইউক্রেনে পাঠাতে যে বাধা ছিল তা প্রত্যাহার করেছে জার্মান সরকার। বিবিসি অনলাইনে ইউক্রেনে রাশিয়ান অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
জার্মানির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জেলেনস্কি টুইটে লেখেন, এইমাত্র জার্মানি ইউক্রেনকে ট্যাংকরোধী গ্রেনেড লঞ্চার এবং স্টিংগার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। যুদ্ধবিরোধী জোট কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।