প্রাইম ডেস্ক »
এবার রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের নির্দেশনার পর ক্ষেপণাস্ত্র বাহিনী ও নৌবাহিনী উচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে। খবর আল জাজিরার।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইন্টারফ্যাক্স তাদের খবরে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেছেন, ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনীর নর্দান এন্ড প্যাসিফিক অঞ্চলের নৌবহর ও দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থা লড়াইয়ের অবস্থান নিয়েছে।
রাশিয়ার দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থার অধীনেই দেশটির দুটি বোমা বর্ষণকারী ডিভিশন রয়েছে।
অন্যদিকে ক্ষেপনাস্ত্র বাহিনী হলো রাশিয়ার সম্পূর্ণ একটি আলাদা বাহিনী। যারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করতে পারদর্শী।
এদিকে যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আলোচনা চলার সময়ই রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিল।
রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে আগেই খুব বেশি আশাবাদী ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।
রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি বলেছিলেন, আলোচনার ফলাফল ভালো হবে না।