প্রাইম ডেস্ক »
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, দেশটির রাজধানী কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলের ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানায়।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্থন হেরাশচেঙ্কো বলেন, রাশিয়ার বাহিনী কিয়েভে একটি টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে। এতে ওই টিভির কার্যক্রম পরিচালনায় সামান্য ব্যাহত হয়েছে।
ইউক্রেনের জরুরি পরিষেবার পক্ষ থেকে জানানো হয়, কিয়েভে টেলিভিশন ভবনে রাশিয়ার হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় টিভি চ্যানেল ১+১ জানিয়েছে, ফের কার্যক্রম শুরুর জন্য কাজ করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, হামলার পর ইউক্রেনের টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দেয়।
এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ওই শহরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
ষষ্ঠ দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে ৫৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।