শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeটপ নিউজবাংলাদেশ ইউক্রেনের বন্দরে বাংলাদেশি জাহাজে গোলা, নিহত ১

বাংলাদেশ ইউক্রেনের বন্দরে বাংলাদেশি জাহাজে গোলা, নিহত ১

প্রাইম ডেস্ক »

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

নিহত প্রকৌশলীর নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনয়ার হিসেবে ছিলেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে।

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি  বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়