প্রাইম ডেস্ক »
লিটন কুমার দাস ছাড়া কেউ-ই ব্যাট হাতে আলো ছড়াতে পারলেন না। সাদামাটা ইনিংস নিয়ে চিন্তাতেই থাকতে হলো বাংলাদেশকে। কিন্তু বল হাতে আলো ঝলমলে শুরু, বাঁ হাতের স্পিন ভেল্কিতে রং ছড়ালেন নাসুম আহমেদ। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনারের অবিশ্বাস্য বোলিংয়ে শুরুতেই দিকহারা আফগানিস্তান। পরে চেপে ধরলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরাও। তাতে হেসেখেলেই চলে এলো জয়।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটে আফগানদের বিপক্ষে কিছুটা ব্যবধান ঘোচানো গেল। আগের ছয় সাক্ষাতে চারবারই জেতে আফগানিস্তান, দুটি জয় ছিল বাংলাদেশের ঝুলিতে। সপ্তম ম্যাচটি জিতে জয়ের সংখ্যাটা তিনে নিয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। লিটন কুমার দাসের দারুণ ইনিংসের পরও বড় সংগ্রহ তুলতে ব্যর্থ হয় ঘরের মাঠের দলটি। ৮ উইকেট ১৫৫ রান তোলে বাংলাদেশ। জবাবে স্পিন জাদু দেখানো নাসুম আহমেদ ও সাকিব আল হাসানের বোলিং তোপে ১৭.৪ ওভারে ৯৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।