প্রাইম ডেস্ক »
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আমি নিশ্চিত ইউক্রেন এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জিততে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি এ কথা বলেন।
তবে কতদিন এ যুদ্ধ স্থায়ী হতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি ইউক্রেনের নাগরিকদের ‘অসাধারণ প্রতিরোধক্ষমতার’ প্রশংসা করেছেন।
ব্লিনকেন বলেন, যদি ইউক্রেনের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে পছন্দের কাউকি বসিয়ে দেওয়ার ইচ্ছা মস্কোর থেকে থাকে তবে দেশটির ৪৫ মিলিয়ন নাগরিক এটি মেনে নেবে না।
যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না বলেও জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে ভ্লাদিমির পুতিন নিজের পছন্দে যে যুদ্ধ শুরু করেছেন তা শেষ করার জন্য রাশিয়ার ওপর চাপও দেওয়াও অব্যাহত রয়েছে।
এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেন যুদ্ধে জিতবে এ বিষয়ে তিনি নিশ্চিত কিনা— জবাবে ব্লিনকেন বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে, নিশ্চয়ই।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাকে বলতে পারব না এ যুদ্ধ কতদিন স্থায়ী হবে। আমি বলতে পারব না কতদিন লাগবে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘দোনবাস অঞ্চলে’ সামরিক অভিযানের ঘোষণা দেন।