প্রাইম ডেস্ক »
বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার রোয়াংছড়ির ঘেরাওমুখ নামক স্থানে তাদের লাশ পড়ে থাকতে দেখা যায় বলে পুলিশ জানায়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
তিনি বলেন, চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিমকে পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।
রোয়াংছড়ির তারাশা ইউনিয়নের মংবাইতং পাড়ার কাছে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সেখানে একটি খাদে লাশ চারটি পরে আছে।
এদিকে, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার গণমাধ্যমকে জানিয়েছেন, গত রাতে রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আজ সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চারজনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, এখানে যে খুনগুলো ঘটছে এর সঙ্গে সাধারণ আইন-শৃঙ্খলার বিষয়কে না মিলিয়ে আলাদাভাবে দেখতে হবে। সমতলের সঙ্গে পাহাড়ের ঘটনা মেলানো যাবে না। এখানে ধরন ভিন্ন।