বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeটপ নিউজইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

প্রাইম ডেস্ক »

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সোমবার এ ঘোষণা দেওয়া। দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি ও আনাদোলু।

খবরে বলা হয়, ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। নিরাপদে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং মানবিক করিডোর খুলবে। ওই শহরগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি ইউক্রেনের কর্মকর্তারা।

এর আগে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দুইবার ভেস্তে গেছে। এ জন্য একে অপরকে দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

যে যা পারছেন নিয়ে যাচ্ছেন ৩২ নম্বরের বাড়ি থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর