প্রাইম ডেস্ক »
চট্টগ্রামে একটি মাদ্রাসার হেফজখানা থেকে আরমান হোসেন (১৪) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর পিলখানা ডানকান হিলের মাদ্রাসা আলী বিন আবী তালিব (রা.) থেকে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়। সে মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
নিহত আরমান একই থানার মির্জাপুলের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে। সে গত ফেব্রুয়ারি মাদ্রাসাটিতে ভর্তি হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান বলেন, আরমান সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে খবর পেয়ে মাদ্রাসার পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টায় মাদ্রাসার চারতলার ছাদে উঠতে দেখা গেছে তাকে। সেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তবে তদন্তে বিস্তারিত জানা যাবে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুর রহমান বলেন, মাদ্রাসাটি চারতলা। শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে এখানে পড়ে। সে নিচতলায় পড়ত। আসরের পর ছেলেরা মাদ্রাসার ছাদে খেলতে যায়। সোমবার বিকেলে অন্য ছেলেদের সঙ্গে সেও ছাদে খেলতে উঠে। সন্ধ্যার পর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোসল করতে গেলে মাদ্রাসার পেছনে তার মরদেহ দেখতে পায় ছেলেরা।