বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeটপ নিউজনগর স্বেচ্ছাসেবক লীগ পেল নতুন কমিটি

নগর স্বেচ্ছাসেবক লীগ পেল নতুন কমিটি

প্রাইম ডেস্ক »

দীর্ঘ ৯ মাস পর অবশেষে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। দীর্ঘ ২০ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগ নতুন কমিটি পেল। কেন্দ্র থেকে ঘোষিত নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে দেবাশীষ নাথ দেবুকে সভাপতি এবং আজিজুর রহমান আজিজকে সাধারণ সম্পাদক করে এবং সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ২০টি পদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্র ঘোষিত কমিটির প্যাডের নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। ঘোষিত কমিটিতে ১১ জনকে সহ সভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সহ সভাপতিরা হলেন-হেলাল উদ্দিন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম। যুগ্ম সাধারণ সম্পদকরা হলেন- মো. সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন। সাংগঠনিক সম্পদকরা হলেন- মাসুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ) ও দেবাশীষ আচার্য্য। প্রচার সম্পাদক হলেন তাসাদ্দেক নুর চৌধুরী তপু। উল্লেখ্য গত বছরের ১৯ জুন বর্ণিল আয়োজনে ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়