প্রাইম ডেস্ক »
চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক নিউটন দাশ।
তিনি বলেন, ‘আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা জানতে পারিনি এখনও।’
মাসুদ খান নামে এক ব্যবসায়ী বলেন, ‘হকার্স মার্কেটে আমার কাপড়ের দোকান আছে। আমার দোকান থেকে আগুন লেগেছে ১০০ গজের মতো দূরে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’