প্রাইম ডেস্ক »
রাশিয়ার আগ্রাসনের মধ্যেও যেহেতু ন্যাটোর কাছ থেকে আশানুরুপ সহযোগিতা পাননি ও নিকট ভবিষ্যতে ন্যাটোতে যোগ দেওয়ার কোনো সুযোগ ইউক্রেনের নেই তাই ন্যাটো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত ইঙ্গিত দিয়েছেনে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এমন কথা ইঙ্গিত দেন জেলেনস্কি।
এ ব্যাপারে তিনি বলেন, বলা হচ্ছে ন্যাটোর দরজা আমাদের জন্য খোলা।
কিন্তু আমরা যদি খোলা দরজা দিয়েই না ঢুকতে পারি তাহলে আমাদের ওই সংঘটনের সঙ্গেই এক হয়ে আমরা কাজ করতে পারি। যেটি আমাদের সাহায্য করবে।
আমাদের রক্ষা করবে এবং আলাদাভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেবে।
এদিকে যে সংঘটনের ব্যাপারে জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন সেটি হতে পারে রাশিয়া।
কারণ ইউক্রেনের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল রাশিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তির বিষয়ে তারা জোর দেবেন। যে চুক্তির মাধ্যমে রাশিয়ার কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাবে।