প্রাইম ডেস্ক »
অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের কয়লাঘাটে এম ভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবে গেছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, শীতলক্ষ্যায় নারায়ণগঞ্জে কার্গো জাহাজ এমভি সিটি ৯-এর সঙ্গে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চটি ডুবে গেছে। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবরিদল যাচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, রোববার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
এম ভি আশরাফ উদ্দিন লঞ্চটি নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সমকালের আলোকচিত্রী মেহেদি হাসান সজীব ঘটনাস্থল থেকে জানান, রোববার বেলা ৩টার দিকে দমকল কর্মীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন।