মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeটপ নিউজদিনেও মশা, রাতেও মশা : মেয়র

দিনেও মশা, রাতেও মশা : মেয়র

নিজস্ব প্রতিবেদন »

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা প্রকল্পের জন্য অনেক খালে বাঁধ দেয়া হয়েছে। সেখানে পানি জমে আছে। ফলে মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। বুধবার  দুপুরে আন্দরকিল্লাহ নগর ভবনে এ সংবাদ অনুষ্ঠিত হয়।

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত নগরে মশার উৎপাত নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে জানিয়েছেন সিটি মেয়র।

মেয়র বলেন, মশা নিয়ে বিড়ম্বনায় আছি, সেটা অস্বীকার করবো না। কয়দিন আগে ৩৯ নম্বর ওয়ার্ডে একটা খালে পরিদর্শনে গিয়ে নিজে বিব্রত হয়েছি। বদ্ধ পানিতে ঢিল ছুঁড়ে মারার পর দেখলাম কোটি কোটি মশা উড়ছে।

মেয়র আরও বলেন, দিনেও মশা, রাতেও মশা, তা অস্বীকার করবো না। সংবাদ সম্মেলনে মেয়র দায়িত্ব পালনকালে নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়