প্রাইম ভিশন ডেস্ক »
ঈদের ছুটিতেও জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে চট্টগ্রামসহ দেশের সব কাস্টম হাউস সীমিত আকারে খোলা থাকবে।
বুধবার (২৭ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল রাখতে ও বাণিজ্য বান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আসন্ন ঈদুল ফিতরেও সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টম হাউসগুলোতে কার্যক্রম সীমিত আকারে চলবে।
তবে ঈদের দিন কাস্টম হাউসগুলোতে কোনো কাজ হবে না বলে জানিয়েছে এনবিআর।