বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeটপ নিউজদুবছর পর চিরচেনা উৎসবের পরিবেশ

দুবছর পর চিরচেনা উৎসবের পরিবেশ

প্রাইম ভিশন ডেস্ক »

করোনাভাইরাসের কারণে দুই বছর ধরে নানা বিধিনিষেধ থাকার পর আবার বিশ্ব জুড়ে পরিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সকালে ঈদের জামাতের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয়েছে। কিন্তু গত চারটি ঈদের সঙ্গে এবার পার্থক্য

গত দুই বছরের মতো এবার ঈদের জামাত শুধুমাত্র মসজিদের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আগের মতোই খোলা ময়দানে ঈদের জামাতে অংশ নিয়েছেন নামাজীরা। দুই বছর পরে ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত হয়েছে।

বৈরি আবহাওয়ার মধ্যেও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নিয়েছেন লক্ষাধিক মানুষ। গত দুই বছর এখানে জামাত হয়নি।

ফিরেছে কোলাকুলির সেই চিরচেনা দৃশ্য। করোনাভাইরাসের কারণে ঈদের নামাজের পর কোলাকুলি করার সামাজিক প্রথা দেখা যায়নি। কিন্তু মহামারীর প্রকোপ কমে আসায় এবার আবার সেই দৃশ্য ফিরে এসেছে।

ঢাকার কলাবাগানে সকালে ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রতিবেশী আবুল মনসুর আহমেদ এবং ইব্রাহিম মুন্সী।

আহমেদ বলছেন, ‘প্রথম বছর তো মসজিদেই জামাত হয়নি। গত বছর নামাজ পড়তে গিয়েছিলাম, তারপর বাসায় চলে এসেছি। ঈদের উৎসবের যে আমেজ, যে পরিবেশ-সেটা ছিল না। বাসায় মেহমানদেরও তেমন আসতে বলিনি। কিন্তু এবার সবার সাথে কোলাকুলি হলো, বাসায় সেমাই-মিষ্টি খাওয়া হলো। সব কিছু আগের মতো লাগছে।’

ঢাকাসহ সারাদেশে আগে থেকেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। ঢাকায় যদিও ১০টার দিকে ঈদের জামাত হয়েছে, কিন্তু ময়মনসিংহ, নোয়াখালী, বরিশালের অনেক স্থানে বৃষ্টির কারণে ঈদের জামাত দেরিতে হয়েছে।

বাংলাদেশের মতোই দুই বছর পরেই অনেকটা আড়ম্বরে ঈদুল ফিতর পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় মসজিদ ইন্দোনেশিয়ার জাকার্তার ইসতিকলাল গ্র্যান্ড মসজিদে হাজার হাজার মানুষ ঈদের জামাতে অংশ নিয়েছেন। ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই এখানে জামাত বন্ধ ছিল।

প্রাইম/এসবি/স্পেশাল

এ সম্পর্কিত আরও পড়ুন

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা