মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামের লিভারে রোগীদের জন্য সুখবর, নতুন যে সেবা মিলবে চমেকে

চট্টগ্রামের লিভারে রোগীদের জন্য সুখবর, নতুন যে সেবা মিলবে চমেকে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লিভারজনিত রোগীদের চিকিৎসায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ১২ বছর পর আউটডোর সেবার সীমা পেরিয়ে এবার স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করছে হেপাটোলজি বিভাগের ইনডোর ইউনিটের (আন্তঃবিভাগ) সেবাও।

আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তঃবিভাগের। যা লিভার চিকিৎসায় চট্টগ্রামের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০১৩ সালে চমেক হাসপাতালে হেপাটোলজি বিভাগের কার্যক্রম শুরু হলেও তা এতদিন শুধুমাত্র আউটডোর সেবায় সীমাবদ্ধ ছিল। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী সেখানে চিকিৎসা নিতেন। এতদিন কিছু রোগীকে অন্য ওয়ার্ডে রেখে সেবা দিলেও ওয়ার্ডটিতে ভর্তি সুবিধা না থাকায় অধিকাংশ জটিল রোগীকেই অন্যত্রে রেফার করা হতো।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে পাঁচ শয্যা নিয়ে ইনডোর ইউনিটের কার্যক্রম শুরু হচ্ছে। এতে এখন থেকে লিভার সিরোসিস, হেপাটাইটিস, লিভার ফেইলিউরসহ জটিল লিভারজনিত রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। যা এতদিন হাসপাতালে সম্ভব ছিল না।

হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, চট্টগ্রামে লিভার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এতদিন আমরা শুধু আউটডোরে সেবা দিতাম, এখন ভর্তি রোগীদেরও চিকিৎসা দেওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম অঞ্চলে হেপাটাইটিস-বি ও সি সংক্রমণ, অনিয়ন্ত্রিত ওষুধ গ্রহণ, এলকোহল সেবন ও ফ্যাটি লিভারের কারণে লিভারজনিত জটিলতা বাড়ছে। ফলে বিশেষায়িত ইনডোর সেবার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই ছিল। নতুন ইনডোর ইউনিট চালুর মাধ্যমে চমেক হাসপাতালে লিভার চিকিৎসায় এক নতুন অধ্যায় রচিত হবে। যেখানে লিভার রোগীরা পাবে নিবিড় পূর্ণাঙ্গ ও বিশেষজ্ঞ সেবা।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, হেপাটোলজির ইনডোর ইউনিট চালু হওয়ায় চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলার লিভার রোগীদের আর ঢাকায় যেতে হবে না। আমরা ধীরে ধীরে শয্যা ও চিকিৎসা সুবিধা বাড়ানোর পরিকল্পনাও নিয়েছি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়