সোমবার, অক্টোবর ২০, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম প্যাসিফিক গ্রপের ৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চট্টগ্রাম প্যাসিফিক গ্রপের ৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

শ্রমিক বিক্ষোভের পর চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক গ্রুপের ৮টি কারখানা অনির্দিষ্টাকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

মালিকপক্ষ থেকে কারখানা বন্ধের ঘোষণা আসে বৃহস্পতিবার রাতে।

কাজ বন্ধ রাখা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন, জিন্স ২০০০।

প্যাসিফিক গ্রুপের চিফ অপারেটিং অফিসার সুহৃদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভের পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। রাতে মালিক পক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। যা শনিবার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইপিজেডের বিভিন্ন সেক্টরে প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় প্রতিষ্ঠানগুলোতে কাজ বন্ধ হয়ে যায়। কারখানার কর্মকর্তাদের ‘মারধর করা হয়’ বলে অভিযোগ উঠে।

প্যাসিফিক গ্রুপের এক কর্মকর্তা বলেন, কয়েকদিন ধরে শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। বৃহস্পতিবার তা তীব্র আকার ধারণ করে। শ্রমিকরা অনেক কর্মকর্তাদের মারধর করেছে। রাতে আমাদের কাছে ছুটির নোটিসে পাঠানো হয়েছে।

কারখানা বন্ধের নোটিসে বলা হয়েছে, কিছু শ্রমিক ১৪ অক্টোবর কাজ বন্ধ করে বেআইনিভাবে কর্রমবিরতি পালন করে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও কারাখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে এবং ১৫ ও ১৬ অক্টোবরও অব্যাহত রাখে। এক পর্যায়ে উক্ত শ্রমিকরা নিজেদের মধ্যে মারামারি, কারখানা ভাংচুর, এবং কর্মকর্তা ও করমচারীদের শারীরিকভাবে আঘাত করে।

নোটিসে আরও বলা হয়, কারখানার শ্রমিকদের এ ধরনের আচরণ বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের-২০১৯ অনুযায়ী বেআইসি ধর্মঘটের পর্যায়ে পড়ে। এ পরিস্থিতিতে এবং শ্রমিকদের বাধার কারণে কারাখানা কাযক্রম চালু রাখা কোনভাবেই সম্ভব হচ্ছে না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়