সোমবার, অক্টোবর ২০, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেকান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৪০

কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৪০

প্রাইম ভিশন ডেস্ক »

অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী।

স্পিন বোলদাক শহরে শুক্রবারের এ হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত ও অন্তত একশো ঊনআশি জন আহত হয়েছেন।

সীমান্তবর্তী এই শহরে হামলার ঘটনাটি নিশ্চিত করেছে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ। কান্দাহারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ-কে জানান, হতাহতদের সবাই বেসামরিক এবং মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।

১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা সংঘর্ষের পর দুই দেশের সেনাবাহিনী সাময়িক যুদ্ধবিরতিতে গিয়েছিল, যা ১৭ অক্টোবর দুপুরে শেষ হয়। তার কিছুক্ষণের মধ্যেই এ হামলা ঘটে।

‘উত্তেজনা এড়াতে’ ইউক্রেনকে টমাহক না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের‘উত্তেজনা এড়াতে’ ইউক্রেনকে টমাহক না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
স্থানীয় সূত্রগুলো জানায়, স্পিন বোলদাকের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে কয়েক দফা বোমা বর্ষণ করা হয়। হামলার পর বহু পরিবার গৃহহারা হয়েছে, হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড়।

এক আহত ব্যক্তি, হাজি বাহরাম, আফগান গণমাধ্যমকে বলেন, “আমি জীবনে এমন নির্মমতা কখনও দেখিনি। যারা নিজেদের মুসলমান বলে দাবি করে, তারা নারী-শিশুদের ওপরও হামলা চালিয়েছে—এটা অকল্পনীয়।”

হামলার ঘটনায় আফগানিস্তানের স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন এবং সীমান্তে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়