শুক্রবার, জুন ১৩, ২০২৫
spot_img
Homeমুল পাতাবর্ষায় ফ্রিজের চাই বিশেষ যত্ন

বর্ষায় ফ্রিজের চাই বিশেষ যত্ন

প্রাইম ভিশন ডেস্ক »

বর্ষায় অন্যান্য জিনিসের মতো ইলেকট্রনিক যন্ত্রপাতিরও যত্ন নিতে হয়। নয়তো এগুলো সহজেই নষ্ট হয়ে যেতে পারে। রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ জিনিস রেফ্রিজারেটর। বর্ষাকালে এর বিশেষ যত্ন নেওয়া উচিত।

বর্ষা বা বৃষ্টির সময় ফ্রিজের সবচেয়ে বড় শত্রু অতিরিক্ত আর্দ্রতা আর এর এর কারণে সৃষ্ট ব্যাকটেরিয়া। ফ্রিজে অতিরিক্ত আর্দ্রতার কারণে তা থেকে দুর্গন্ধ আসা শুরু হয়। এসময় কিছু বিষয়ে মনোযোগ না দিলে খাবারে ফাঙ্গাস জন্মানোর মতো সমস্যাও দেখা দিতে পারে।

এসব সমস্যা এড়াতে নিশ্চিত করুন যে, ফ্রিজের দরজার সিলে কোনো ফাঁক বা ফাটল নেই। বর্ষাকালে ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না। প্রতি চার থেকে ছয় দিন অন্তর দেখুন সব ঠিক আছে কি না।

এছাড়া বর্ষাকালে নিয়মিত ফ্রিজ পরিষ্কারের অভ্যাস গড়ে তুলুন। রেফ্রিজারেটরের সব তাক বের করে নিন এবং হালকা গরম পানি ও সামান্য সাবান দিয়ে ভেতরের অংশটি ভালোভাবে পরিষ্কার করুন।

এসময় ফ্রিজের দরজার রাবারেও ফাঙ্গাস জন্মাতে শুরু করে। এটি পরিষ্কার করতে, সাদা ভিনেগার স্প্রে করুন এবং পাঁচ মিনিটের জন্য রেখে দিন। এরপর একটি পাত্রে ভিনেগারের সঙ্গে এক চামচ বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ প্রস্তুত করুন।

একটি সুতি কাপড় দিয়ে রাবারের ভিতরের অংশ পরিষ্কার করুন। এর পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে ছত্রাক তো দূর হবেই, সেসঙ্গে ফ্রিজ দেখাবে উজ্জ্বল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়