মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
spot_img
Homeমুল পাতাশান্ত সুরে এলিটা করিম

শান্ত সুরে এলিটা করিম

প্রাইম ভিশন ডেস্ক »

জয় শাহরিয়ারের লেখা ও সুরে সম্প্রতি প্রকাশ হয়েছে ‘বারান্দাতে বিকেলবেলা’ শিরোনামে একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম। গানটি ঘিরে শ্রোতাদের ভালোবাসা ও প্রশংসায় মুগ্ধ এলিটা মনে করেন, এটা এমন একটা গান, যা বৃষ্টির দিনে কিংবা একা সময় কাটাতে শুনলে শান্তি দেয়।

এ গান প্রসঙ্গে এলিটা বলেন, ‘গানটা যখন জয় আমাকে প্রথম শোনায়, তখনই বলেছিলাম—এটা তো খুবই স্লো একটা গান। ঠিক সে কারণেই করতে চেয়েছিলাম। আমি জানি না, গানটা ভাইরাল হবে কিনা বা এটা নিয়ে অনেক আলোচনা হবে কিনা, তবে এটুকু জানি, শ্রোতারা গানটা শুনে শান্তি পাবে।’

গানটির ধরন নিয়ে এলিটার ভাষ্য, ‘আমার অন্য অনেক গানের মতোই এটি। কারণ আমি সবসময়ই স্লো বা সফট গান করতে পছন্দ করি। তবে এটা একদিক থেকে আলাদা, কারণ এটি কোনো প্রেমের গান নয়। আমার করা বেশির ভাগ গানই প্রেমঘন, সম্পর্কভিত্তিক। কিন্তু বারান্দাতে বিকেলবেলা মূলত আত্মোপলব্ধিমূলক একটি গান। নিজের সঙ্গে নিজের সময় কাটানো, চা খাওয়া, বই পড়া, একা বারান্দায় বসে থাকা—এ সহজ, সরল কিন্তু অন্তর্গত শান্তির জায়গাগুলো থেকেই এসেছে গানটি।’

জয় শাহরিয়ারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, জয় শাহরিয়ারের সঙ্গে তার আগেও কাজ হয়েছে এবং সে অভিজ্ঞতা বরাবরই ইতিবাচক। এলিটা বলেন, ‘জয় আমার ভালো বন্ধু, সে আমাকে খুব ভালোভাবে বোঝে। আমার মনে হয়, জয় যখন গান লেখে ও সুর করে, তখন সেটা ভিন্ন মাত্রা পায়। তার লেখা ও সুর আমার দারুণ লাগে। এ গানও সম্ভবত সে ভেবেই আমাকে দিয়েছে যে এটা আমার সঙ্গে যায়।’

গানটির অ্যানিমেশন নিয়েও এলিটা প্রশংসা করে বলেন, ‘গানটির অ্যানিমেশন করেছেন মীর হিশাম। দারুণ কাজ করেছেন। কালার প্যালেট খুব সুন্দর, যা চোখে পড়ে। ভিডিওর ভিজুয়াল খুব ভালোভাবে গানটার আবহ তৈরি করে।’

বর্তমানে নতুন কোনো গানের পরিকল্পনা করছেন না বলে জানালেও এলিটার কণ্ঠে শোনা গেল এক ধরনের বেদনাবোধ। এ নিয়ে তিনি বলেন, ‘দেশের বর্তমান অবস্থা, বিশেষ করে গত সোমবারের ভয়াবহ দুর্ঘটনা আমাকে মনস্তাত্ত্বিকভাবে খুব আঘাত করেছে। অনেক শিশু প্রাণ হারিয়েছে। এ শোক কাটিয়ে ওঠা খুব সহজ নয়। সামনে নতুন কিছু করব কিনা এখনো নিশ্চিত নই। তবে নানা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়