প্রাইম ভিশন ডেস্ক »
সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) হাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে বৈঠকের পর বেলা সাড়ে ১১টার দিকে ব্রিফিং করে এ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারীতে দলটি মহাসড়ক অবরোধ করে। এ সময় অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ প্রশাসনের সাথে হেফাজত নেতাদের বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।