প্রাইম ভিশন ডেস্ক »
এবার নতুন ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ভারত ও অন্যান্য দেশে মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের এ নতুন অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দীপিকা লেখেন, ‘এটা খুবই ভালো একটা বিষয়। এবার থেকে আমি মেটা এআইয়ের সঙ্গে সংযুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর আমার দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মানুষ শুনতে পাবে। আপনারা সবাই শুনে জানাবেন, নতুন এ অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।’
মেটার সঙ্গে এ সংযোগ দীপিকার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করল। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাকেই প্রথম এ ভূমিকায় দেখা যাবে। মা হওয়ার পর কাজের ক্ষেত্রে শর্ত আরোপ করে কিছুদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচিত তিনি। অনেকে সমালোচনাও করেছেন। তবে দীপিকা নিজের সিদ্ধান্তে অনড়।
৮ ঘণ্টা কাজের দাবি জানিয়ে সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েন দীপিকা। এরপর ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও সরে যান। সম্প্রতি দীপিকা বলেছেন, ‘আমি ৮ ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক। এমন অনেক অভিনেতা রয়েছেন যারা কখনই ৮ ঘণ্টার বেশি কাজ করেন না। এমনকি তারা পুরো সপ্তাহেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনো মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনো আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস