প্রাইম ভিশন ডেস্ক »
সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার করেন পুলিশের গোয়েন্দা বিভাগ ও ভাটারা থানার কর্মকর্তারা।
ওই মামলায় তাকে বিশেষ আইনে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন আদালত। জামিনে মুক্তি পেয়ে নিজের গ্রেফতার নিয়ে নানা সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। এমনকী যারা তাকে ষড়যন্ত্র করে আটকে রাখার চেষ্টা করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
আজ রোববার (১৯ অক্টোবর) এক পোস্টে মেঘনা লিখেছেন, ‘আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা সরকার প্রধানরা, রাষ্ট্রীয় ষড়যন্ত্র আটকে এয়ারপোর্ট এর আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে না। কিন্তু এক সৌদি রাষ্ট্রদূতের মন রক্ষা করতে নিজের দেশের নাগরিক, রাষ্ট্রদূতের প্রেমিকা-বাগদত্তা নিজের দেশের আইনের কাছে সাহায্য চাবে, এই ভয়ে তাঁকে ভুয়া মামলা দিয়ে মিথ্যা হানিট্র্যাপার তকমা দিয়ে নাটক সাজাতে পারে।’
এরপর তিনি যোগ করেন, ‘এই নাটক এত দ্রুত করতে হয় যে মধ্যরাতে মিথ্যা আদালত সাজিয়ে নিরাপরাধ মানুষকে জেলে পাঠাতে হয়। এই দেশ এখন জালিমরা চালাচ্ছে। এই দেশের প্রকৃত মানুষরা এখন মজলুম।’
২০২০ সালে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী হয়েছিলেন মেঘনা আলম।