বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে একদিনে ২ খুন

চট্টগ্রামে একদিনে ২ খুন

প্রাইম ডেস্ক »

এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে চট্টগ্রামের জামালখান ও পটিয়া এলাকায় ছুরিকাঘাতে ২ জন খুন হয়েছেন। শুক্রবার রাতে পৃথক এই হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, নগরীর জামালখান এলাকার আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাতে চেরাগী পাহাড় এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় আসকার বিন তারেক ওরফে ইভান নামে একজন নিহত হন। তিনি জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত ইভান এনায়েতবাজার এলাকার জনৈক এস এম তারেকের ছেলে। তিনি বি এ এফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাই খুন:

এদিকে শুক্রবার রাতে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই। এ ঘটনার জন্য নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেই দায়ী করছেন নিহতের স্বজনরা।

স্থানীয় সূত্র জানায়, নিহতের নাম মোহাম্মদ সোহেল। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। শুক্রবার রাত দশটার দিকে বুধপুরা বাজারে সোহেলসহ কয়েকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন শরীফ নামে এক যুবক। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পটিয়া থানার ওসি মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

এইচএসসি ও সমমানের ফলাফল যেভাবে হতে পারে

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ৪ দিনের রিমান্ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি