বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামসৈকতস্বামীকে দা দিয়ে কুপিয়ে মারল রোহিঙ্গা নারী

স্বামীকে দা দিয়ে কুপিয়ে মারল রোহিঙ্গা নারী

প্রাইম ডেস্ক »

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামী সৈয়দুর রহমান নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোহিঙ্গা নারী সাজিদা বেগমকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনছিপ্রাংয়ের পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দুর রহমান রোহিঙ্গা শিবিরে আশ্রিত হামিদুর রহমানের ছেলে।

১৬ এপিবিএন এন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে তারা বিয়ে করে রোহিঙ্গা ক্যাম্পে সংসার করে আসছিলেন। হঠাৎ করে পারিবারিক কলহ সৃষ্টি হয় এ দম্পতির মাঝে। এরই প্রেক্ষিতে দুপুরে বাইরে থেকে ফিরে বাড়িতে ঘুমিয়ে পড়েন সৈয়দুর।

এই সুযোগে তার স্ত্রী বাড়িতে দা দিয়ে স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করেন। এতে চিৎকার হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসপি তারিক জানান, রোহিঙ্গা নারী সাজিদা বেগমকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন দরকার

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়