রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeশিক্ষানগরে ভারতীয় শিক্ষামেলা

নগরে ভারতীয় শিক্ষামেলা

প্রাইম ডেস্ক »

নগরীর হোটেল পেনিনসুলায় ২৫ মার্চ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা-২০২২’। গতকাল সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন। এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, মেলার আয়োজক প্রতিষ্ঠান সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রা. লি. এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা এবং ভারতীয় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,এবারের মেলায়ও আসাম ডাউন ইউনিভার্সিটি, অ্যাডামাস, জে আই এস গ্রুপ কলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গালুরু, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি-দিল্লি, এপিজি সিমলা ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রুপ অব ইনস্টিটিউশনসহ ভারতের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়) স্টল সহকারে মেলায় অংশ নিয়েছে।

এ সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও বাংলাদেশের এজেন্টরা প্রায় ৩০টি স্টলে ভারতের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছেন। দুদিনব্যাপী এ মেলা আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।

চট্টগ্রামে ৮ম বারের মতো এ মেলার আয়োজন করছে সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রা. লি.। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ অফার রয়েছে।

উল্লেখযোগ্য ছাড়ে মেলায় স্পট এডমিশনের সুযোগের পাশাপাশি দর্শনার্থীদের জন্য লটারির মাধ্যমে ল্যাপটপ জেতার সুযোগ রয়েছে বলেও জানান আয়োজকরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়