শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeবিনোদনপলিন ও নিপুণের নতুন পরিকল্পনা

পলিন ও নিপুণের নতুন পরিকল্পনা

প্রাইম ভিশন ডেস্ক »

বড় বোন নার্গিস আক্তার পলিনের জন্মদিনে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। কারণ, পলিন বসবাস করেন ইংল্যান্ডে। তাই ইচ্ছা করলেই স্বশরীরে শুভেচ্ছা জানানো সম্ভব নয়। নিপুণ তার শুভেচ্ছা বার্তার শুরুতেই বলেন, শুভ জন্মদিন আপু।

আজ ২৩ মে আমার বড় বোনের জন্মদিন। আমার ব‌োন ও বন্ধু। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে আপুর অনেক অবদান। যদি পারতাম লন্ডনে এসে তোমাকে উইশ করতাম। যেহেতু ঢাকায় আছি, তাই ভিডিও বার্তায় তোমাকে উইশ করছি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ আরো বলেন, নির্বাচনের পরে কেসের সময়ে আপু ঢাকায় এসেছিল। পুরোটা সময় আমার পাশে ছিল। এরকম একজন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার।

পলিনের গাওয়া ‘রং’ শিরোনামের গান বেশ সাড়া ফেলে। নিপুণ ওই গানের মডেল হয়েছিলেন। ওইরকম জমকালো আরো একটি গান নিয়ে তারা পরিকল্পনা করছেন বলে নিপুণ ভিডিও বার্তার শেষাংশে জানান। ফের শুভেচ্ছা জানিয়ে বার্তা শেষ করেন তিনি।

প্রসঙ্গত, নার্গিস আক্তার পলিন পেশায় একজন ডাক্তার। তিনি স্বামী- সন্তানসহ ইংল্যান্ডে বসবাসরত এবং সেখানে চিকিৎসা পেশায় কর্মরত আছেন। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর তার গাওয়া ‘রং’ গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয় এক জমকালো আয়োজনের মাধ্যমে।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার