বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেআমরা ওদের কাছে একেবারেই পাত্তা পায়নি

আমরা ওদের কাছে একেবারেই পাত্তা পায়নি

প্রাইম ডেস্ক »

কদিন আগে ক্রিকেট পরাশক্তি ভারত দক্ষিণ আফ্রিকায় গিয়ে রীতিমতো নাকানিচুবানি খেয়ে এসেছে। সিরিজ হেরেছে ০-৩ ব্যবধানে।

সেই দক্ষিণ আফ্রিকায় গিয়েই বাজিমাত বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ ১৪১ বল ও ৯ উইকেটে জিতে প্রথমবারের মতো সে দেশে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ জয়ের পর অবশ্য জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তবে সেই হারের কোনো প্রভাব সেঞ্চুরিয়নে পড়েনি। বুধবার সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনাল তামিম ইকবালরা জিতেছেন হেসে খেলে।

বিষয়টি স্বীকার করে নিয়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি জানালেন, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশের কাছে পাত্তাই পাননি তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া কোচ বলেন, ‘বাংলাদেশ আমাদের চেয়ে ঢের ভালো খেলেছে। ওরা আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে খেলতে হয়। বল হাতে যেমন, তেমনি ব্যাট হাতেও। সিরিজে আমরা ওদের কাছে একেবারেই পাত্তা পাইনি। এই প্রশ্নটাই আমি নিজের কাছে করছি যে, কীভাবে আমরা ২-১ এ বাংলাদেশের কাছে সিরিজ হারলাম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আমরা মোটেই ভালো খেলিনি। আমাদের প্রত্যেককেই এই প্রশ্নটা করতে হবে। তবে এটা কোনো অজুহাত নয়। বিশ্বকাপে আমাদেরকে কোয়ালিফাই করতেই হবে। সে সুযোগ এখনো আমাদের আছে।’

তিনি আরও বলেন, টাইগারদের বিপক্ষে এই তিন ম্যাচের সিরিজে আমরা অবশ্যই যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের যারা আইপিএল খেলে তারা ব্যক্তিগতভাবে নিশ্চয়ই অনুধাবন করবেন আইপিএল তাদের বিভ্রান্ত করল। তাদের নিজেদেরই প্রশ্ন করতে হবে, কিন্তু এটি একটি অজুহাত নয়।

প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, এখন প্রতিটি সিরিজই ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অন্তর্ভূক্ত। বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য এখানে পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারতের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর আমরা এই সিরিজে হেরে কয়েক ধাপ পিছিয়ে গেছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়