শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেসড়ক নিরাপত্তায় ৩ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

সড়ক নিরাপত্তায় ৩ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাইম ডেস্ক »

দেশের সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোড়দার করতে এবং দুর্ঘটনার ঝুঁকি ও প্রাণহানি কমিয়ে আনতে বাংলাদেশকে সহজ শর্তে ৩৫৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বহুজাতিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। দেশি মুদ্রায় এর পরিমাণ তিন হাজার কোটি টাকার বেশি।

সোমবার (২৮ মার্চ) ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পর্ষদ সভায় এই ঋণ অনুমোদন হয়েছে বলে ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, ‘সড়ক নিরাপত্তা প্রকল্প’-এর আওতায় দেয়া এই ঋণ বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে সড়ক নিরাপত্তায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করবে।

পাইলট ভিত্তিতে দুটি জাতীয় মহাসড়ক গাজীপুর-এলেঙ্গা ও নাটোর থেকে নবাবগঞ্জ সড়কে এ প্রকল্প বাস্তবায়িত হবে। এতে উন্নত প্রকৌশল নকশা, প্রয়োজনীয় সড়ক চিহ্ন, পথচারীদের পারাপারের সুবিধা, গতিরোধকসহ অন্যান্য জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। এতে এই দুটি মহাসড়কে বিদ্যমান ঝুঁকি ও দুর্ঘটনা ৩০ শতাংশ কমবে বলে মনে করে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘সড়ক দুর্ঘটনা বাংলাদেশে স্থায়ী প্রতিবন্ধকতার সবচেয়ে বড় কারণ এবং শিশুমৃত্যুর চতুর্থতম প্রধান কারণ। এতে দরিদ্র পরিবারগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশের অর্থনীতি ও উন্নয়নের জন্য সড়ক নিরাপত্তা জোরদার করা খুবই জরুরি। এটি দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের সহায়তার প্রথম সড়ক নিরাপত্তা প্রকল্প। এটি বাংলাদেশে সমন্বিত সড়ক ব্যবস্থাপনা উন্নতির মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়াবে এবং প্রাণহানি কমিয়ে আনবে।’

বিশ্বব্যাংক বলছে, ‘সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের জিডিপির প্রায় ৫ দশমিক ১ শতাংশ ক্ষতি হয়। অনিরাপদ সড়ক অবকাঠামো দুর্ঘটনার প্রধান কারণ।

দুই চাকার গাড়ির সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে নিবন্ধিত যানবাহনের পরিদর্শন অপর্যাপ্ত থেকে যায়।

প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদি জাতীয় কর্মসূচি এবং একটি জাতীয় সড়ক নিরাপত্তা কৌশল উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার