শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেডলারের আধিপত্য কমতে পারে !

ডলারের আধিপত্য কমতে পারে !

প্রাইম ডেস্ক »

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর অগণিত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। ফলে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের আধিপত্য কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ওই কর্মকর্তার নাম গীতা গোপিনাথ। তিনি আইএমএফে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত আছেন। খবর আলজাজিরার।

গীতা বলেন, ‘ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর কারণে আন্তর্জাতিক মুদ্রাবাজারে বিভাজন সৃষ্টি হতে পারে। এতে আধিপত্য কমতে পারে ডলারের। তবু বৈশ্বিক মুদ্রাব্যবস্থার বড় একটি অংশ থাকবে ডলার।’

তিনি বলেন, ‘ইউক্রেন ইস্যুর কারণে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থব্যবস্থাও জনপ্রিয় হয়ে উঠতে পারে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার